সর্ব-শেষ হাল-নাগাদ: ২০২২-০৯-২১ ১১:১৩:২৬
প্রকল্পের উদ্দেশ্য
প্রকল্পের উদ্দেশ্য :
সামগ্রিক
উদ্দেশ্য: ডিএই অঙ্গঃ
প্রকল্পের
সামগ্রিক উদ্দেশ্য হলো বাংলাদেশের পার্বত্য অঞ্চলের তিনটি জেলার ২৫টি উপজেলাসহ অন্যান্য
উপযোগী এলাকায় কফি ও কাজুবাদাম চাষ সম্প্রসারণ, উৎপাদন বৃদ্ধি, প্রক্রিয়াজাতকরণ এবং
বাজারজাতকরণের মাধ্যমে কৃষকের আয় ও কর্মসংস্থান বৃদ্ধি এবং আর্থ-সামাজিক অবস্থার টেকসই
উন্নয়ন।
সুনিদিষ্ট উদ্দেশ্য :
১. কাজুবাদাম ও কফির জাত ও ব্যাবস্থাপনা প্রযুক্তির উন্নয়ন এবং
সম্প্রসারণের মাধ্যমে উৎপাদন ৫০% বৃদ্ধি এবং বিদ্যমান উৎপাদন এলাকা বাড়িয়ে ২০০০ হেক্টর হতে ৬০০০ হেক্টর পর্যন্ত বৃদ্ধি।
২. উৎপাদিত
কাজুবাদাম এবং কফির দাতের চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশে রপ্তানির মাধ্যমে রপ্তানি
আয় বৃদ্ধি।
৩. প্রকল্প
এলাকায় কৃষকদের দক্ষতা উন্নয়ন (৪৯৫০০ জন কৃষক/কৃষাণী প্রশিক্ষণ),কর্মসূষ্ঠানের সুযোগ
সৃষ্টিসহ দারিদ্র বিমোচন ও পুষ্টিমান উন্নয়নে সহায়তা।
৪. পাহাড়ি
এলাকায় পতিত জমি কাজে লাগিয়ে স্বল্প পুঁজিতে আগ্রহী ও অগ্রগণ্য কৃষকদের দ্বারা উৎপাদিত
কাজুবাদাম ও কফি প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও বাজারজাতকরণ করা।